পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালী ভার্মি কম্পোস্ট বাজারজাতকরণের লক্ষে সরকারি সনদপত্র গ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে পটুয়াখালীর হর্টিকালচার সেন্টার অডিটরিয়ামে, প্রয়াস প্রকল্প, কারিতাস বরিশাল অঞ্চল এর উদ্যোগে এডভোকেসি, লবিং এবং নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, আঞ্চলিক পরিচালক মিঃ ফ্রেন্সিস বেপারী। এসময় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খামার বাড়ি পটুয়াখালী, উপ-পরিচালক, কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান উদ্যানতত্ব্য বিভাগ, ড. মাহবুব রব্বানী, পটুয়াখালী হর্টিকালচার সেন্টারের সিনিয়র হর্টিকালচারিস্ট এ আর এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন, মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার, মোঃ আবদুল্লাহ আল মামুন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, পটুয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কাজী আমিনুল ইসলাম, কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ হাসান ও উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস বরিশাল অঞ্চল, পিও-ডিএম স¤্রাট সেরাও।
ভার্মি কম্পেস্ট বাজারজাতকরণের লক্ষে সনদপত্র গ্রহণে এডভোকেসি, লবিং এবং নেটওয়ার্কিং সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ভার্মি কম্পেস্ট ব্যবহার করে যে কৃষি পণ্য উৎপাদিত হয়, সেটি নি:সন্দেহে স্বাস্থ্যসম্মত। তাই কৃষকদের উৎপাদিত ভার্মি কম্পেস্ট এটি বাজারজাতকরণে সরকারি অনুমোদন পাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে সনদপত্র পেতে কৃষকদের সহযোগিতা করা হবে।