ঢাকাWednesday , 26 May 2021
  1. 1Win Brasil
  2. 1win Brazil
  3. 1win India
  4. 1WIN Official In Russia
  5. 1win Turkiye
  6. 1win uzbekistan
  7. 1winRussia
  8. 1xbet Russian
  9. altro
  10. Aviator
  11. aviator brazil
  12. Basaribet
  13. bbrbet mx
  14. bizzo casino
  15. casino
আজকের সর্বশেষ সবখবর

“বন্যার বেদনা”

rabbi
May 26, 2021 8:42 pm
Link Copied!

মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী

১৫ ই নভেম্বর দুই হাজার সাত,
মৃত্যু যন্ত্রণায় কাটাই রাত।
পানি আসছে – পানি আসছে-লোক মুখে গায় গান,
চলছে তারা আশ্রয়ণে বাঁচাইতে প্রাণ।
কেউ করে হায় হায় কেউবা দাবী ছাড়ায়,
সোনার বউ কাঁদছে ধুকে সোনার গলা জড়ায়।
তরুণ বয়সের এক তরুণী তাই দেখিয়া হাসে,
হেঁসে হেঁসে কইছে কথা শেষ ভালবাসা বাসে।
ঝঁড়ের সাথে জলের ঢেউ মুহুর্তেই এসে,
জল স্রোতের মুখে পড়ে প্রাণ হাড়ালো শেষে।
উগ্র হাওয়ায় মাতাল ভেসে নিল বসত বাড়ী,
দুর্দশাতে ভুগছে তারা করছে আহাজারী।
খাবার চিন্তা নাইরে কারো স্বজন হারা কান্না,
নাইরে ঘর নাইরে পাতিল নাইরে চুলায় রান্না।
অশ্রুফাটা জল স্রোতে বুক ভিজেছে মা’র,
ঘরের চাপায় প্রাণ হারালো ছোট্ট শিশু তার।
বন্যার কবলে পরে করছে হাহাকার,
হৃদয় ভরা কষ্টে আছে মধ্যবিত্ত পরিবার।
অসহায় অসহায় বড়ই অসহায়,
পারেনাতো রিলিফ নিতে চোখ মুখে লজ্জায়।
দরিদ্ররা রিলিফ পাচ্ছে, পাচ্ছে কিছু খাবার,
সেই খাবারে ুধার জ্বালা মিটছে নাতো সবার।
দুঃখ কষ্টের ঢেউ তুলেছে কলাগাছিয়ার চরে,
সেই খানেতে জলে ডুবে বহুলোক মরে।
কুল কিনারা পায়না তারা কোথায় কাহার লাশ,
মস্ত বড়ো বান এসে বড়ই সর্বনাশ।
ওই ভাবেতে পাথর ঘাটা,কুয়াকাটাও কম নয়,

মৌডুবিতে যা হয়েছে তা কার প্রানে সয়।
কাকচিরা, স্মরন খোলা, চর বিশ্বাস ও বটে,
তি আর দেখবেন কত চলেন বাগের হাটে।
সোনার চর, রূপার চর আরো হাসার চর,
আপন মানুষ কেড়ে নিয়ে করে গেল পর।
পিিদয়ার চর দ্বীপ চর আরো ফাতরার বন,
নিঃস্ব হয়ে আছে তারা হারিয়ে ধনজন।
গঙ্গামতি, কাউয়ার চর, লালুয়াতে গেলে ,
ধুকে ধুকে কাঁদছে ওরা শত শত জেলে।
ছয় নং খাপড়া ভাঙ্গা গেলে কোমর পুরে ,
চার শত ফুট ভেরী বাঁধ ভাংলো কেমন করে।
সেখান কারের কৃষক আছে হৃদয় কষ্টে,
কৃষিতে ঘর-বাড়ী প্রাণী ঘুলি নষ্টে।
কলাপাড়ার চাকা মইয়া রিলিফ নিতে যাইয়া,
তিন ব্যক্তি প্রাণ হারালো ব্রীজ ভেঙ্গে পইরা।
ষোল জন গুরুতর হলো আহত,
ত্রান নিতে যাইয়া ওগো সত্যি ত্রান পেলো।
খুলনা, চর মোন্তাজ আরো চরদোয়ানী,
দুবলার চরে সব চেয়ে হইলো বেশী পানি।
সেই পানিতে ডুইবা মরে বহু লোকজন ,
মোংলাতে প্রাণ হারালো আমার প্রিয়জন।
বারোটি জেলাতে কম বেশী হয় তি ,
সব কিছু পাওয়া যাবে খুজলে বানের নতি।
আমিও এক হত ভাগা লিখছি দেশের গান,
অনাহারে দিন কাটে মোর যায় যায় উড়ে প্রাণ।
কি আর লিখি কবিতা কি আর গাই গান,
খোদার তরে সঁপে দিয়েছি এই মন প্রাণ।

২০১৫ইং ২১ বই মেলায় জিনিয়াস পাবলিকেশন থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ নবযাত্রা’ থেকে নেয়া কবিতা——

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।