ইসলামী ছাত্রশিবির, মহিপুর থানা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) কুয়াকাটার হোটেল গ্রেবার ইন-এর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সেক্রেটারি কে এম তামিম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কলাপাড়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জেলা এইচআরডি সম্পাদক হাফেজ তানভীর রহমানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত)।
এসময় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত)সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (টোয়াক) সেক্রেটারি কে এম জহিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ইফতার মাহফিলে ইসলামী ছাত্রশিবিরের নেতারা রমজানের তাৎপর্য ও ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।