অনলাইন ডেক্স:
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায় বলিউড নায়ক-নায়িকাদের জয়জয়কার।
এ তালিকায় রয়েছেন– অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আনুশকা শর্মা, আলিয়া ভাট, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, হৃতিক রোশন, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, নেহা কক্কর। এ রকম আরও অসংখ্য নাম স্থান করে নিয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায়।
তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ অঞ্চলের আইকন। তালিকাটি প্রকাশ করেছে গ্লোবাল মিডিয়া কোম্পানি ‘ফোর্বস’।
এক নজরে সেরা তিন প্রভাবশালী তারকা
১. অমিতাভ বচ্চন—১০ কোটি ৫০ লাখ ফলোয়ার। বলিউডের প্রভাবশালী তারকাদের মধ্যে প্রথম অবস্থানে।
২. অক্ষয় কুমার—১৩ কোটি ১০ লাখ ফলোয়ার। সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা তারকা।
৩. শাহরুখ খান—১০ কোটি ৬০ লাখ ফলোয়ার। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
তিন তারকাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারি তহবিলে ও ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।
তালিকার একদম শুরুর দিকে রয়েছেন অক্ষয় কুমার আর অমিতাভ বচ্চন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে অক্ষয় কুমারের অনলাইন ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ কোটি ১০ লাখ। অন্যদিকে ৭৮ বছর বয়সী অমিতাভকে ফলো করে ১০ কোটি ৫০ লাখ অ্যাকাউন্ট।
শাহরুখ খানেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ কোটি ৬০ লাখ ভক্ত। বলিউডের এই শাহেনশাহ সম্পর্কে বলা হয়েছে, ‘বড় পর্দায় তার অবদান সিনেমাকে জনপ্রিয় করেছে, বলিউডকে এগিয়ে নিয়েছে। সিনেমা ব্যবসায় ও বক্স অফিসে শাহরুখের অবদানের জন্য তাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মানিত করেছে।
অন্যদিকে আনুশকা শর্মাকে কেবল অভিনেত্রী হিসেবে নয়, পরিচিত করা হয়েছে প্রযোজক হিসেবেও।
এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি তারকা পরীমনি। তিনজন পাকিস্তানি তারকাও আছেন ‘ডিজিটাল স্টারে’র তালিকায়। মাহিরা খান, আইমান খান ও আতিফ আসলাম।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, ‘বিটিএস’, অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যানসহ আরও অনেকে।