মহিপুর প্রতিনিধি।।
কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজনু গাজীর উদ্যোগে আজ রবিবার (২৩ মার্চ ২০২৫) এক বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিপুর বন্দরের গাজী মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. হাজী হুমায়ূন শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু , মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর থানা বিএনপির সহ-সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুলতান মুসুল্লি, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোঃ পিন্টু ভদ্র, মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান প্যাদা ও মহিপুর থানা ছাত্রদলের সভাপতি তানজিল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারসহ মহিপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলের শুরুতে কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। ধর্মীয় বক্তারা মাহফিলে ইসলামের শিক্ষা, রমজানের ফজিলত ও ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানের আয়োজক হাজী মোঃ ফজলু গাজী ও মোঃ মজনু গাজী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রমজান ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমরা চাই, সমাজের সবাই মিলেমিশে একসাথে চলুক, ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক।”
উল্লেখ্য, এ ইফতার মাহফিল মহিপুরে অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়।