“লেখক”
কবি পারভীন (আমিন).
করোনা ভাইরাস এলে,
তুমি মহাকাল হয়ে।
ইহকালে দিচ্ছো,
মানুষকে মহা যন্ত্রনা
পৃথিবীতে এত মহামারী রোগ কলেরা,
জলবসন্ত যক্ষা,
ক্যান্সার চিকন গুনিয়া।
কত রোগের আবির্ভাব ঘটেছে,
যাকে ধরেছে সেই মরেছে।
এখন তো দেখছি তুমি এক জলদস্যূ
মহা ভারত মহাকাল
সাগরের জলোচ্ছাস।
ঢেউ তরঙ্গের গর্জন
সাইক্লোন।।
নিশ্বাস বন্ধ করা অক্সিজেন
বায়ূ দূষন করা ভাইরাল।
বাতাস বিষাক্ত করা বায়ূ দূষন,
রকেটের মত নিক্ষিপ্ত হয়ে উড়িয়ে
নিয়ে যাও মানুষের জীবন।
অকালে ঝরা ফুলের মত ঝরিয়ে
নিয়ে গেলে মানুষের প্রাণ লক্ষাধীক।
প্রাণ প্রিয় স্ত্রী ধরতে পারলো না
তার প্রাণপ্রীয় স্বামীকে
মৃত্যুর ভয়ে মা তার অবুঝ বুলবুলিকে আর ধরে রাখতে পারলো না।
খাচা কুলে পালিয়ে গেলো
সেই জনম দুঃখী মা।
অশ্রু শিক্ত চোখে বিদায়
জানালো নিরবিকার হয়ে।
এর চেয়ে কষ্ট মানুষের জীবনে
আর কি হতে পারে।
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া
নেই কিছু করার।
ছেড়ে দে বাবা কেঁদে বাঁচি
আরতো পারিনা সইতে।
হে আল্লাহ তুমি দাও সুমতি
যাতে আমরা পাই সুন্দর পৃথিবী।
শষ্য শ্যামলা সফল বাংলা
সোনালী ফসলের মাঠ,
রাখাল বাজায় বাশিঁ।
পাখির কিচির মিচিরে ঘুম ভাঙ্গে।
হে আল্লাহ মোদের কর ক্ষমা
মোদের করো ক্ষমা।।