
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় তাবলীগ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ১১৪ পটুয়াখালী-০৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে তাবলীগ জামাত পটুয়াখালী জেলার আমীর জনাব আয়নল হকসহ কলাপাড়া উপজেলা তাবলীগ জামাতের সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
সৌজন্য সাক্ষাৎ শেষে অতিথিবৃন্দ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।