মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
মা নাকি ভাই বহু দুরে মাতো হৃদয় মাঝে,
মাকে আমি স্মরন করি আমার সকল কাজে।
আমি যখন ঘুমিয়ে থাকি নিঝুম ঘুমে দেখি,
মাকে যেন মিষ্টি সুরে মা-মা বলে ডাকি।
মায়ের কথা কল্পনাতে ভাসে নয়ন জলে,
সত্য পথে চলছি আমি মায়ের মনোবলে।
মা যে আমার চলার পথে সত্য ন্যায়ের তরবারী,
অসৎ পথে চলতে মানা বাঁজতো ঘন্টা হুশিয়ারী।
মায়ের কথা মান্য করে জীবন হলো ধন্য,
এই জীবনটি ধন্য হলো শুধু মায়ের জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।