ঢাকাFriday , 22 January 2021
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ছবির ফ্রেমে

rabbi
January 22, 2021 5:52 pm
Link Copied!

মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী

শৈশবের এক চলার সাথি,
কাটিয়েছি কতো! রাতি।

সংসারী খুব চড়ম ভারী,
বইতে গিয়ে স্মৃতি তারই।

ভর দুপুরের রৌদ্র ফাড়ি,
ছবির ফ্রেমে আজ,
বিলাশ বহুল যৌবন কেটে
হারিয়ে ফেলেছি সাঁজ।


বয়স তো নয়! ধরে রাখার
যে বা! জমায় অর্থ,
সংসারী হয়! হালকা তারই
হয়না জীবন ব্যার্থ।

তাইতো সবার অর্থেরই ঠেক
গরীব কিংবা ধনী,
মমতা আজ ছিন্ন বিষে
জয়-পরাজয় গুনি।


ভুলে গেছি বাল্য কথা কে বিয়ে করবে! কার শালি ?
তাই নিয়ে এক তর্কছিলো,
কাল ক্রমে বিদায় নিলো যার ছিলো যে মালি।

মনের মতো! কেউ কারো নয়,
জীবন ধারায় কয়,
ভালো জীবন করতে গঠন
দুই’য়ের এক হতে হয়।


বুঝতে কেউ নাইরে বাকি
ওসব কথা সবাই জানি,
স্বামী কয় সঙ্গীনির মন পাইলামনা
কামীনির একওই বানি।

চলছে তবুও সংসার যুদ্ধ
পুত্র কন্যার দেখতে মুখ,
হচ্ছি এখন পিতা-মাতা
নিজের মাতার নাইরে সুখ।


কেউ বলে আজ শাশুরীর দোষ
কেউ বা বলে শশুরের,
যুয়ান বেটা ব্যাস্ত কাজে
সবার মুখে আহারের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।