কবি পারভিন আমিন,
নদীর এই কূল ভাঙ্গেতো
ওই কূল গড়ে,
এইতো নদীর খেলা।
তুমি বন্ধু কোন,
খেলায় হয়েছো মাতোয়ারা।
নারী জননী নারী মা,
নারী সহধর্মিণী।
নারীর উড়ষ্যে জন্ম তোমার,
নারী দেহবল।
মানবজীবনের জান্নাতের রমনী,
{বিবি মা ফাতিমা}।
নারী জগতে শিক্ষার আলো,
বেগম রোকেয়া।
হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের,
অধিকার করে আছে মা দুর্গা।
নারী দেখিয়েছেন পৃথিবীতে,
তোমাদের আলোর দিশারী।
বিদ্রোহী কবি নজরুল বলেছেন,
“পৃথিবীতে যা কিছু সৃষ্টি,
চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর ”
তাই পুরুষ জাতির কাছে,
আকুল আবেদন,
নারীদের সাথে সদা বিনয়ের সাথে,
সম্মানের সাথে কথা বলুন।
শিশু নির্যাতন বন্ধ করুন,
নারী নির্যাতন বন্ধ করুন।
নারীদেরকে মা-বোনের দৃষ্টিতে দেখুন,
তবেই হবে পৃথিবীতে শান্তি।
আল্লাহর মেহেরবানী বারে বার,
এই কবিতাটি আমি,
উৎসর্গ করেছি সারা জগতের,
সকল পুরুষের জন্য,
এটা যদি মানা হয় লেখার সার্থকতা,
নদীর এই কূল ভাঙ্গেতো
ওই কূল গড়ে,
এইতো নদীর খেলা।
তুমি বন্ধু কোন,
খেলায় হয়েছো মাতোয়ারা।
নারী জননী নারী মা,
নারী সহধর্মিণী।
নারীর উড়ষ্যে জন্ম তোমার,
নারী দেহবল।
মানবজীবনের জান্নাতের রমনী,
{বিবি মা ফাতিমা}।
নারী জগতে শিক্ষার আলো,
বেগম রোকেয়া।
হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের,
অধিকার করে আছে মা দুর্গা।
নারী দেখিয়েছেন পৃথিবীতে,
তোমাদের আলোর দিশারী।
বিদ্রোহী কবি নজরুল বলেছেন,
“পৃথিবীতে যা কিছু সৃষ্টি,
চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর ”
তাই পুরুষ জাতির কাছে,
আকুল আবেদন,
নারীদের সাথে সদা বিনয়ের সাথে,
সম্মানের সাথে কথা বলুন।
শিশু নির্যাতন বন্ধ করুন,
নারী নির্যাতন বন্ধ করুন।
নারীদেরকে মা-বোনের দৃষ্টিতে দেখুন,
তবেই হবে পৃথিবীতে শান্তি।
আল্লাহর মেহেরবানী বারে বার,
এই কবিতাটি আমি,
উৎসর্গ করেছি সারা জগতের,
সকল পুরুষের জন্য,
এটা যদি মানা হয় লেখার সার্থকতা।