বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী সগির হোসেন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ। এসময় বক্তারা সকল মানুষের জন্য সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কৃষিকাজের জন্য স্লুইস সংযুক্ত সকল খালে মিঠা পানি সংরক্ষণের দাবি করা হয়। পানি সংরক্ষণের সকল খাল পুকুর রক্ষার দাবি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।