অনলাইন ডেক্স:
সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অংকের অস্ত্র বিক্রির চুক্তিতে সফল হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থনে তা পাস হয়েছে বলে জানা যায়।h
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে দুটি প্রস্তাবনার ওপর ভোটাভুটি হয়। মার্কিন সিনেটে এই পরিকল্পনা আটকে দেয়ার চেষ্টা করেছিল। এর একটিতে অস্ত্র বিক্রির পক্ষে রিপাবলিকান দলের ৫০ জন সিনেটর সমর্থন দেন। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ৪৬টি। অন্য একটি প্রস্তাবে অস্ত্র বিক্রির পক্ষে ৪৯টি এবং বিপক্ষে ৪৭টি ভোট পড়ে।
আরো পড়ুন: পুরো বিশ্বের জন্য উন্মুক্ত হলো থাইল্যান্ড
এর আগে গতকাল সকালের দিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি নোটিশ জারি করা হয় যে, যদি সিনেট ও প্রতিনিধি পরিষদ এই অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ভেটো দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন যে, তিনি সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই হাজার ৩০০ কোটি ডলার মূল্যের বেশ কিছু এফ-৩৫ জঙ্গিবিমান, অত্যাধুনিক ড্রোন এবং ১৪ হাজার বোমা বিক্রি করবেন।