ঢাকাSaturday , 22 March 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় স্ত্রীর দেওয়া চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

rabbi
March 22, 2025 4:09 pm
Link Copied!

মোঃ মাহতাব হাওলাদার, স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিদেশী মুদ্রা চুরির ঘটনায় স্ত্রীর করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত স্বামীর নাম নাসির উদ্দিন মোল্লা (৪৭)। তিনি উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝেমাঝে স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। গত ২০২৪ সালের ২২ নভেম্বর তিনি চম্পা বেগমের মেয়ের বাড়িতে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ২৬ নভেম্বর চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পান তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা। সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না এবং সৌদি মুদ্রা ৪০ হাজার রিয়াল খোয়া গেছে। যার মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে চম্পা বেগম এ বিষয়ে তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করে জানতে চান। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় একটি মামলা করেন। দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ দিকে গ্রেপ্তর নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।