
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহিপুর প্রেসক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও দৈনিক দেশরূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহিপুর প্রেসক্লাব এক শোকবার্তায় জানায়, সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে সংগঠনটি একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, দক্ষ সংগঠক ও অভিভাবকতুল্য নেতৃত্বকে হারাল। সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সাংবাদিকতায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, মহিপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে মহিপুর প্রেসক্লাব একটি সুসংগঠিত ও সম্মানজনক অবস্থানে পৌঁছায়।
প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যু শুধু মহিপুর প্রেসক্লাবের নয়, বরং পটুয়াখালী জেলার সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন।