কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর প্রান্তিক নারী জনগোষ্ঠির অংশগ্রহণে কারিতাস বরিশাল অঞ্চল ‘একর্যাব প্রকল্পে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর সুলতান ফরাজীর বাড়ি প্রান্তিক কৃষানীদের নিয়ে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর্যাব) প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
‘একর্যাব প্রকল্পে’র কমিউনিটি মোবিলাইজার রুমা আক্তার’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, কৃষক মোঃ সুলতান ফরাজী। অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও ‘দৈনিক আজকালের কন্ঠ’ পত্রিকা’র উপ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এসময় কারিতাস বরিশাল অঞ্চল ‘একর্যাব প্রকল্প’র কমিউনিটি মোবিলাইজার বৃষ্টি, মিলিসহ মহিপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে বিষয়ে অবহিতকরণ করা হয়।