কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটায় প্রান্তিক জনগোষ্ঠির কৃষি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ‘একর্যাব প্রকল্পে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জানুয়ারী) সকাল থেকে দিন ব্যাপী লতাচাপলী ইউনিয়নের প্রান্তিক কৃষানীদের নিয়ে ৩টি ওয়ার্ডে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর্যাব) প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এলক্ষে প্রথমে সকাল ১০টার দিকে দোভাষীপাড়া হাবিবুর রহমান’র বাড়ি একটি সভা করা হয়। ‘একর্যাব প্রকল্পে’র কমিউনিটি মোবিলাইজার লিজা আক্তারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান। অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সফল কৃষক মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। পরে বেলা ১১টার দিকে নয়াপাড়া বৌদ্ধ মন্দির মাঠে ‘একর্যাব প্রকল্পে’র কমিউনিটি মোবিলাইজার
মিলি আক্তারের সঞ্চালনায় একটি সভা করা হয়।
অপরদিকে একইদিন বিকেলে নয়ামিশ্রিপাড়া কৃষক জামাল হোসেন এর বাড়ি আরও একটি উদ্বুদ্ধকরন সভা করা হয়। সভা সঞ্চালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার লাইজু বেগম।
এসময় কারিতাস বরিশাল অঞ্চল ‘একর্যাব প্রকল্প’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে বিষয়ে অবহিতকরণ করা হয়।