ঢাকাWednesday , 18 December 2024
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় অসংক্রামক রোগ প্রতিরোধে পৌরসভার ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

rabbi
December 18, 2024 9:55 am
Link Copied!

কুয়াকাটায় অসংক্রামক রোগ প্রতিরোধে পৌরসভার ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে বেসরকারি সংস্থা এসএসডিপির উদ্যোগে সেন্টার ফর ল্ এন্ড পলিথি এ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহায়তায় অসংক্রামক রোগ প্রতিরোধে পৌরসভার ভূমিকা বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পৌরপ্রশাসক, সচিব, হিসাবরক্ষক, করকর্মকর্তা, প্রধান শিক্ষক, সাংবাদিক, সুশিলসমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

oplus_2

আলোচনা সভায় এসএসডিপি’র নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উপজেলা ডেপুটি টিম লিডার শফিকুল আলম, কুয়াকাটা বঙ্গবন্ধুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কুয়াকাটা পৌরসভার হিসাবরক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান।
সভায় পৌরসভায় খেলাধুলা, শারিরীক ব্যায়াম নিশ্চিত করনে উপযুক্ত একটি মাঠ ও একটি পুকুর নির্ধারণ করা তথা বরাদ্ধ করা জরুরি হয়ে পড়েছে, তাই মাঠ ও পুকুর বরাদ্দ করনে পৌর কর্তৃপক্ষ সভায় সবাইকে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।