ঢাকাThursday , 2 January 2025
  1. altro
  2. Раздел
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক খবর
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কুয়াকাটা এক্সক্লুসিভ
  8. খেলাধুলা
  9. জনদুর্ভোগ
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মহিপুর থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

rabbi
January 2, 2025 5:39 am
Link Copied!

মো:রুবেল মোল্লা, মহিপুর প্রতিনিধি :
 মহিপুর থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল র‍্যালি করেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে থানা ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলম ও
যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন সবুজ  নেতৃত্বে মহিপুর থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী  অংশগ্রহণ করে র‍্যালিটি বের হয়। মহিপুর থানা শহরের মহাসড়ক ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন,  ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার আছে, ছিলো এবং থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দেশ বিনির্মাণে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন সবুজ  বলেন, নতুন বাংলাদেশে আজ আমরা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। দীর্ঘ ১৭ বছর পরে এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে আমরা আনন্দিত।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-আহ্বায়ক জাফর হাওলাদার, জয়নাল আবেদীন সবুজ, রিয়াজ প্যাদা ও ইসমাইল হোসেন ও রুবেল মোল্লা,মহিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল সিকদার, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলমাস, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিজভী, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।