কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি মেলা, অনুষ্ঠিত হয়েছে।
মহিপুর সাগর সিনেমা হল সংলগ্ন মাঠে বুধবার (১১ ডিসেম্বর) ১১ টার দিকে কারিতাস বাংলাদেশ ধরিত্রী প্রকল্পের বাস্তবায়নে এ তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় ১০ টি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পন্য প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা করা হয়।
সভায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র সহকারী পরিচালক মো: আছাদ উজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মশিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোকছেদুল আলম, উপকুলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার উপ-সম্পাদক, মো: মিজানুর রহমান, ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: ইব্রাহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আশ্রাফ আলী, কারিতাস ধরিত্রী ও একর্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. জর্জ বৈরাগী, কারিতাস কলাপাড়া উপজেলা মাঠ কর্মকর্তা মো: জামাল হোসেন, কারিতাস কলাপাড়া ও তালতলী উপজেলার এল.সি.এম.ও মি: মংম্যা সহ কারিতাস কলাপাড়া উপজেলার সকল কর্মকর্তাসহ প্রকল্পের অংশিজনবৃন্দ।
সভায় ব্ক্তারা এ প্রকল্পের মাধ্যমে উন্নতমানের ভার্মি কম্পেস্ট উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করেন।
আলোচনা শেষে বিষয় ভিত্তিক সচেতনতা মূলক জারি গান, পথ নাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনি করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস, কলাপাড়া উপজেলা মাঠ কর্মকর্তা মো: জামাল হোসেন।