মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে গুড নেইবারস কলাপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় গুড নেইবারস কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সংস্থার মৃত সদস্যদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় সমবায় সমিতির সভাপতি মোসা. পিয়ারা বেগমের সভাপতিত্বে ও কো-অপারেটিভ সাপোর্ট অফিসার মো. আসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিপুর ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম ও মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা সমবায় পরিচালনায় সরকারের সহযোগিতা ও সমবায়কে সঠিকভাবে পরিচালনার ধারণা প্রদান, সুষ্ঠুভাবে সমবায় পরিচালনায় সদস্যদের ভূমিকা ও গুড নেইবারস বাংলাদেশ-এর সহযোগিতা ও কমিউনিটি পরিবারকে সমবায় সমিতির অন্তর্ভুক্তকরণের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
এসময় সমিতির ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বার্ষিক কার্যক্রম, ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের পরিকল্পনা ও বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন সমিতির সম্পাদক মোসা. হামিদা এবং ২০২৩-২৪ অর্থ বছরের আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোসা. রেশমা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।