ঢাকাWednesday , 9 April 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

rabbi
April 9, 2025 8:44 am
Link Copied!

মনিরুল ইসলাম প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে  চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন।
এসময় হঠাৎ অটোরিকশা টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।