ঢাকাWednesday , 9 April 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী এ আই টেকনিশিয়ানদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও সমাবেশ

rabbi
April 9, 2025 11:37 am
Link Copied!

 নির্ভুল বার্তা ডেস্ক :
পটুয়াখালী এ আই টেকনিশিয়ানদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তর পটুয়াখালী ও বরগুনা জেলা শাখার উদ্যোগে কৃত্রিম প্রজনন কেন্দ্র পটুয়াখালী অফিস সম্মুখে টেকনিশিয়ানদের বকেয়া বেতন প্রদানসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বৃহত্তর পটুয়াখালী ও বরগুনা জেলা শাখার এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির বিভিন্ন ইউনিয়নের প্রযুক্তিবিদগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তর পটুয়াখালী ও বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম, সহ সভাপতি মোঃ কবির, মোঃ কামাল, মোঃ মহিবুল্লাহ ও মোঃ ছগির প্রমুখ।
সভাপতি বলেন, বকেয়া বেতন প্রদানসহ আমাদের দেয়া ৭ দফা কর্মসূচী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলবে।

Oplus_131072

তিনি বলেন, ৭ দফা কর্মসূচীর মধ্যে রয়েছে- ১) এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মান জনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিচালিত করতে হবে।
২) একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচে, যথাযথ প্রক্রিয়া বিহীত প্রশিক্ষণ) বাতিল করতে হবে।
৩) এতগুলো বেসরকারী কোম্পানীকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা
অযৌক্তিক। টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করতে হবে।
৪) এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে।
৫) সরকারী সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে।
৬) বেসরকারী এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারী করতে হবে।
৭) সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান তরান্বিত করতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে সেবা প্রদান করে আসছি। অথচ আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছেনা, সঠিকভাবে আমাদের বেতন ভাতা প্রদান করা হচ্ছে না। তাই আমাদের দেয়া ৭ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আমাদের এ কর্মসূচী দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।