ঢাকাThursday , 10 April 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতা গ্রেপ্তার

rabbi
April 10, 2025 8:13 am
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক মাছ ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মামুন মোল্লা নামে শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মহিপুর থানা-পুলিশের একটি টিম নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মামুন উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

এর আগে, ১৬ মার্চ উপজেলার মহিপুর থানা আওতাধীন আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালীর বাউফলের বাসিন্দা মশিউর একজন মৎস্য ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক কাজে আলীপুর থাকেন। ঘটনার দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার হাত-পা বেঁধে আলীপুর টোলপ্লাজা সংলগ্ন আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি টিম তাকে মারধর শুরু করেন এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার ও এটিএম কার্ড নিয়ে যায়। কার্ডের মাধ্যমে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আত্মীয়-স্বজন কাছ থেকে ৬০ হাজার টাকা তুলে নেয় তারা। টাকা দেওয়ার আগে তাকে শারীরিক নির্যাতন চালায় হয় এবং বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়। শুধু তাই নয়, উলঙ্গ অবস্থায় অপরিচিত নারীদের ভিডিও কল করতে বাধ্য করে অভিযুক্তরা।

ভুক্তভোগী মশিউর রহমান বলেন, ‘আমাকে মারধর ও বিবস্ত্র করে ধারণ করা ভিডিও নিয়ে আমি সব সময় সামাজিকভাবে হেও হওয়ার শঙ্কায় থাকি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান বলেন, ‘শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের দায় দল নেবে না। তার বিরুদ্ধে ওঠ অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছে দল।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।