মো: হাবিবুল্লাহ খান রাব্বী ।।
মহিপুরে লুখা রাখাইনের মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধোন করেছে এলাকাবাসী। গত কাল ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শেখ রাখেল সেতুর উপরে প্রায় ৫ শতাধীক লোকের উপস্থিতিতে এ মানব বন্ধোন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধোন কারীরা জানান, মহিপুর থানা যুব দলের আহবায়ক মোঃ আলী আক্কাস হাওলাদারের বিরুদ্ধে কুয়াকাটার কেরানী পাড়ার লুমা রাখাইন মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র-মূলক সংবাদ সম্মেলন করে। ওই মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
লুমা রাখাইন সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, মহিপুর থানাধীন ৭ নং লতাচাপলী ইউনিয়নের খাজুরা মৌজার ১১৭ নং খতিয়ানে ৭.১৮ একর জমির ধান যোরপূর্বক প্রায় আড়াইশ মন ধান লুট করে নিয়ে যায়। লুমা রাখাইন উক্ত জমি স্থানীয় ছিদ্দিক মৃধার নিকট বন্দোক রাখেন।
ছিদ্দিক মৃধা ওই জমি পুনরায় কুদ্দুস চৌকিদার ও নুরুল হকের কাছে বন্দোক রাখেন। ওই বন্দোকী ভূমি মালিকরা জানিয়েছেন তাদের জমির ধান তারা নিজেরাই কেটেছেন, আলী আক্কাস এ ব্যাপারে কিছুই জানেন না। আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র মূলক এ সংবাদ সম্মেলন করে লুমা রাখাইন।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে লুমা রাখাইন নামের এক নারী মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এতে এলাকার মানুষ ও ওই জমির চাষিরা বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে।