ঢাকাSunday , 22 December 2024
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় গরুর ধান খাওয়া নিয়ে ছুরিকাঘাত, আটক মাদক কারবারি

rabbi
December 22, 2024 3:56 am
Link Copied!

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মোঃ আনোয়ার হাওলাদার (৫৫)কে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী বাবুল শরীফ নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা পৌরসভার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আনোয়ারের ছেলের ভাষ্যমতে, দুপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুল শরিফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল শরিফের হাতে থাকা ছুরি দিয়ে মাথায় ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শী ইউসুপফ আকন্দ বলেন, আনোয়ার হাওলাদার ও বাবুল শরীফের হাতাহাতি দেখে সেখানে যাই, ঘটনাস্থলে যাওয়ার আগেই বাবুল শরিফের হাতে থাকা চাকু দিয়ে আনোয়ার হাওলাদারের মাথায় ছুরিকাঘাত করে। আমি ও আশেপাশের লোকজন গিয়ে আনোয়ার হাওলাদরকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে যাই। এসময় জরুরি পরিসেবা নম্বর- ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে তাৎক্ষণিক মহিপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সুত্র জানায়, বাবুল শরীফ এলাকায় চিহ্নিত একজন মাদক সেবী এবং ব্যবসায়ী। সে প্রায় সময় মাদক সেবন করে প্রতিবেশীদের সাথে খারাপ আচরন করেন। সে গত কয়েক মাস আগে এক শিশু ধর্ষণের অভিযোগে জেল হাজতে থেকে ছাড়া পেয়েছে। তার নামে মাদক ও শিশু ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত ওসি তরিকুল ইসলাম জানায়, মঙ্গলবার দুপুরে বাবুল শরীফকে আটক করা হয়েছে। থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন আছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।