কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার তাহেরপুর বেসরকারি সংস্থা কারিতাস ‘একর্যাব প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারী) বিকেল ৩ টার দিকে কুয়াকাটার তাহেরপুর তুহিন খান এর বাড়িতে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর্যাব) প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য তুহিন খান এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র স্বেচ্ছাসেবক, আবুল কালাম হাওলাদার প্রমুখ। এসময় কারিতাস একর্যাব প্রকল্প’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে বিষয়ে অবহিতকরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার উম্মে খাদিজা। অপরদিকে একই লক্ষ ও উদ্দেশ্য নিয়ে একই দিন বিকেল ৪ টার দিকে মৎস্যবন্দর মহিপুর মাছ বাজার সংলগ্ন মন্দিরের সম্মুখে আরও একটি অবহিতকরণ সভা করা হয়েছে।