কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওবায়দুল্লাহ সোহাগ বলেন, তারেক রহমান দেশকে পূর্ণগঠন করতে ৩১ দফা ঘোষনা করেছে। ৯ নং দফা- সচ্ছতা নিশ্চিত করার লক্ষে সাংবিধানিক ও সংবিদিবদ্ধ প্রতিষ্ঠানের পূর্ণ গঠন। ২৫ নং দফা- শিক্ষা ও চাহিদা বাস্তবায়নের মাধ্যেমে বাংলাদেশের ভবিষ্যতের চ্যালেঞ্জিং মোকাবেলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও ২৬ নং দফায় সবার জন্য সু-স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করতে হবে। আমদেরকে তারেক রহমানের এ নীতিকে ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যাবো। বুধবার (১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌর ছাত্রদল কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১লা জানুয়ারি ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির অংঙ্গ সংগঠন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।
কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের সঞ্চালনায়, কুয়াকাটা পৌর ছাত্রদের আহবায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঃ আজিজ মুসুল্লী, সভাপতি- কুয়াকাটা পৌর বিএনপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ মতিউর রহমান হাওলাদার, সাধারন সম্পাদক- কুয়াকাটা পৌর বিএনপি, মোঃ জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া- সিনিয়র সহ-সভাপতি কুয়াকাটা পৌর বিএনপি, মোঃ আলাউদ্দিন ঘরামী- যুগ্ম সাধারন সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি, মোঃসাইদুর রহমান সোহেল- সাংগঠনিক সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি, ড.মোঃ শহীদুল ইসলাম শাহীন- সাংগঠনিক সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি।
এর আগে বেলা সারে ১১টায় কুয়াকাটায় কয়েক শতাধিক ছাত্রদল নেতা কর্মীদের নিয়ে একটি রেলি বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌর ছাত্রদল কার্যালয় গিয়ে শেষ হয়।