কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী সংস্থা ‘ওয়েভ ফাউন্ডেশন এসসিজিজিপি প্রকল্পে’র উদ্যোগে এক সভা করা হয়েছে। সভায় সভাপতিত্¦ করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র লতাচাপলী ইউনিয়ন টিম লিডার মোঃ শফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, ওয়েভ ফাউন্ডেশন এসসিজিজিপি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আশিকুর রহমান সহ ইউ,পি সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
সভায় জলবায়ু সুশাসন শক্তিশালী করনে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে ইউনিয়ন এডভোকেসি নেটওয়ার্ক এর ২৫ সদস্য বিশিষ্ট একটি নাগরিক ফোরাম গঠন করা হয়। এতে অংশগ্রহণকারীদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সাংবাদিক মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও মোঃ মহিবুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভা সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন এসসিজিজিপি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার অফিসার সোনিয়া আক্তার।