ঢাকাTuesday , 7 January 2025
  1. altro
  2. Раздел
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক খবর
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কুয়াকাটা এক্সক্লুসিভ
  8. খেলাধুলা
  9. জনদুর্ভোগ
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। 

rabbi
January 7, 2025 2:44 pm
Link Copied!

মো:রুবেল মোল্লা, মহিপুর প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ছাত্র-জনতার গণ বিপ্লবে সংগঠিত হত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত এবং ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামিক সমাজ ভিত্তিক কল্যাণ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ই জানুয়ারি) বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে কুয়াকাটা পৌর শাখা ইসলামী আন্দোলনের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কুয়াকাটা পৌর শাখা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হাজী ফজলুল হক খান’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হালিম বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেডএম কাওছার, সহসভাপতি, মাওঃ মোঃ নাঈনুল ইসলাম, সহসভাপতি, মাওঃ মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাওঃ মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, মহিপুর থানা শাখার সভাপতি, মাস্টার মোঃ সামছুল হক আকন, মাস্টার মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, হাফেজ মোঃ মিল্লাত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহআলম হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘সাম্য, ন্যায়বিচার ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও খুনের বিরুদ্ধে। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহ্বান জানান তারা।’
গণসমাবেশে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার হাজারো নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।