নির্ভুল বার্তা ডেস্ক :
পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি ইউনিয়নে ঘূর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাস বরিশাল অঞ্চল’র উদ্যোগে লালুয়া ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র সহকারী পরিচালক মোঃ আছাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন, লালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্যাদা, লালুয়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মজিবুর রহমান প্রমুখ।
অপর দিকে একই দিন বেলা ১২টার দিকে ধুলাসার ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাসের এলসিএমও-আইডিপিডিসি মি. মংম্যা, প্রধান অতিথি ছিলেন ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মোঃ আঃ রহিম।
বিশেষ অতিথি ছিলেন ধুলাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আঃ মন্নান, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন বাদল, প্রমুখ। এছাড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় লালুয়া ও ধুলাসার দু’ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে প্রতি পরিবারে নগদ অর্থ ৮ হাজার টাকা করে দেয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস প্রয়াস প্রকল্প, কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।