মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের
বর্ষবরণ ১৩৮৪ সাংগ্রাই উৎসব। আজ দুপুরে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে জলকেলী উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে রাখাইন বর্ষবরণ উৎসব। এর আগে সকালে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে
শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। পুরোনো বছরের সব দু:খ-গ্লানি ভুলে
নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করে অং হেলফ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। করোনার দীর্ঘ দুই বছর পর এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে রাখাইন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের
আমেজ। জলকেলী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী
অফিসার আবু হাসানাত মোঃ শহীদুল হক, মহিপুর থানার অফিসার ইনর্চাজ খোন্দকার আবুল খায়ের, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
গত ১৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে রাখাইনদের বর্ষবরণের আয়োজন চলছে।