পটুয়াখালীর কলাপাড়ায় মহাদেব কর্মকার নামে এক স্বর্ন ব্যবসায়ীর বাড়ীতে দূর্বৃত্তরা হানা দিয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্বৃত্তরা এ সময় ওই বাড়ীর মহিলাদের হাত-পা বেঁধে ব্যাপক ভাংচুর এবং লুট পাট চালায় । ঘটনার পর পরই দূর্বৃত্তরা সটকে পড়ে। তবে কি পরিমান মালামাল নিয়েছে তা জানা যায়নি। তাৎক্ষণিক বিষয়টি এলাকায় জানাজানি হলে শতশত মানুষ ওই এলাকায় ভীড় করে। তবে বিষয়টি নিয়ে এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। দূর্বৃত্তরা এ সময় মুখোশ পরিধেয় ছিল বলে জানা গেছে। এরা মোটরসাইকেল নিয়ে আসছিল বলে এলাকাবাসীর ধারনা।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম
জানান, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তবে দূর্বৃত্তরা বাড়ী ভাড়া নেয়ার কথা বলে ঘরের ভিতর ঢুকে পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।