ঢাকাFriday , 14 March 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র উদ্যোগে মাঠ দিবস পালন

rabbi
March 14, 2025 9:19 am
Link Copied!

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে আলু ও রসুন উদপাদন বিষয়ক মাঠ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ‘সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী’র উদ্যোগে উপজেলার মনোহরপুর অমল ও মাখন হাওলাদার এর বাড়ি সংলগ্ন কৃষি ক্ষেতে স্থানীয় কৃষকদের নিয়ে এ দিবস পালন করা হয়।
সভায় সভাপতিত্ব সকরেন সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই পটুয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. এইচ, এম খায়রুল বাসার। প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলাম।


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসও ড. মোস্তাক আহম্মেদ, এসও ড. কাজী নজরুল ইসলাম এবং এসএসও ও ফেকাল পয়েন্ট অপূর্ব কুমার।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তন জনিত কারণে অতিবৃস্টি, লবণাক্ততা, খরা, মিস্টি পানির অভাব, রোপা আপন দেরিতে কর্তন করা হয় বিধায় প্রধান প্রধান রবি ফসল চাষ করা যায়না। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য ধান কর্তনের পর বিনা চাষে রসুন ও আলু চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। খড়ের মালচা প্রয়োগ করে লবণাক্ততা, খরা প্রশমন করা যায়। এতে কৃষকের চাষ খরচ ও সময় বেচে যায়।


বিএআরআই পটুয়াখালীর প্রধান জানান, কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এ বছর বারি আলু ৭২, ৭৩, ৭৯ জাতের আলু যা লবণ সহিষ্ণু জাত এবং বারি রসুন-৫ চাষিদের বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী’র এমন সহযোগিতা পেয়ে তারা অনেক খুশি, তবে দক্ষিণাঞ্চলে আলু ও রসুন সংরক্ষণের জন্য কোন কোল্ড স্টোরেজ নেই বলে তারা চিন্তিত। তাই তারা তাদের উৎপাদিত ফসল আলু, রসুনসহ অন্যান্য ফসলাদি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের দাবী জানান।


উপকূলীয় এলাকায় কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হলে তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে পরবর্তি বছর প্রয়োজনীয় বীজ রেখে অবশিষ্ট কৃষিপণ্য ন্যায্য মূল্যে বাজারজাত করতে পারেবে।
মাঠ দিবস পালন সম্পকির্ত অনুষ্ঠান পরিচালনা করেন এসও, বিএআরআই, পটুয়াখালী’র মোঃ মাইনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।