কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার আলীপুর মৎস্যজীবি নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ধর্মীয় নেতাদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে এ সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ইউনিয়ন নাগরিক ফোরাম সমদ্য মোঃ মিজানুর রহমান, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান ও ল²ীর হাট জামে মস্জিদের সহ সভাপতি শফিকুল আলম, বিবাহ নিবন্ধনকারী কাজী মাও: মো: আমির হোসেন শরীফ সহ, ইউনিয়নের বিভিন্ন মস্জিদের ইমাম ও মস্জিদ কমিটির সদস্য বৃন্দ।
সভায় নারীদের অর্থনৈতিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি তথা বাল্য বিবাহ, বহু বিবাহ বন্ধ করণ সহ নারী নির্যাত প্রতিরোধে ধর্মীয় নেতাদের পরামর্শ ও করণীয় বিষয় আলোচনা করা হয়। সভা সঞ্চালনায় ছিলেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর প্রজেক্ট ম্যানেজার জুগনু।