রয়েল ইমরান সিকদার, ক্রাইম রিপোর্টার।
মৎস্য বন্দর আলিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “বাংলাদেশ ফেয়ার সমাজ কল্যাণসংস্থার “ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে “বাংলাদেশ ফেয়ার মাইন্ড সমাজকল্যাণ সংস্থার” সভাপতি আর এম প্রিন্স আল আব্দুল্লাহ বক্তব্য রাখেন।
তিনি বলেন” মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি জানাই গভির শ্রদ্ধা, এর সাথে সে সকল শহীদের রুহের মাগফিরত কামনা করেন এবং আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণের প্রতি আহবান জানান।
স্থানীয়রা এ সংগঠনের এমন সকল কাজকে সাধুবাদ জানায়। এবং তারা আরও বলেন, এ বাংলাদেশ ফেয়ার মাইন্ড সমাজকল্যাণ সংস্থার’টির বিগত কর্মসূচি গুলোও ছিলো মানুষ ও দেশের কল্যানে। এদের সফলতা কামনা করেন তারা।
মৎস্য বন্দর আলিপুর বাংলাদেশ ফেয়ার মাইন্ড সমাজকল্যাণ সংস্থার কেন্দীয় কার্যলয় বসে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরত ও দোয়ার মাধ্য দিয়ে উক্ত কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।