লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল বাহিনী। বৃহস্পতিবারও বোমা হামলা চালিয়েছে ইসরাইল। আর তাতে গাজায় নতুন করে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে এবং হাসপাতালের কাছে দুটি পৃথক বিমান হামলায় ছয়জন নিহত হয় এবং দক্ষিণে খান ইউনিসে একটি মোটরসাইকেল আঘাতে ইসরাইলি হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া গাজা স্ট্রিপের আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসিরাত-এ, ইসরাইলি বিমানগুলি একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে। ওই এলাকার মসজিদের বাইরের রাস্তাগুলি ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নুসিরাতের পশ্চিমাঞ্চলে ট্যাঙ্কের গোলাগুলিতে অন্তত দুজন, একজন নারী এবং এক শিশু নিহত হয়েছে। কাছাকাছি একটি বাড়িতে একটি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে।
এ নিয়ে গত ১৩ মাসে গাজায় ইসরাইলের হামলায় সব মিলিয়ে ৪৪ হাজার ২০০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লক্ষাধিক মানুষ আহত হয়েছেন।