নির্ভুল বার্তা ডেস্ক :
কুয়াকাটার মিশ্রিপাড়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিশ্রিপাড়া রাধা গোবিন্দ মন্দিরে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পে’র উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ, পরিচালক প্রোগ্রাম, মি. দাউদ জীবন দাস। এ সময় প্রধান অতিথি সিসিইউ’র কমিটি গঠন দায়িত্ব বন্টন ও এর মাধ্যমে কিভাবে সফলতা অর্জন করা সম্ভব সে বিষয় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) লতাচাপলী চেয়ারম্যান, মোঃ শফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও ‘দৈনিক আজকালের কন্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে করেন সংস্থার আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী।
এসময় কারিতাস সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াস প্রকল্প, কলাপাড়া মাঠ কর্মকর্তা, মোঃ জামাল হোসেন।
সভাশেষে ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সিসিইউ’র তিনটি কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে ছয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ, তিন সদস্য বিশিষ্ট একটি ঋণদান কমিটি ও তিন সদস্য বিশিষ্ট একটি সুপারভাইজারী কমিটি গঠন করা হয়।