নির্ভুল বার্তা ডেস্ক :
কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে গোড়া আমখোলা কমিউনিটি সেন্টারে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও ‘দৈনিক আজকালের কন্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, লতাচাপলী ইউ,পি সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্থার আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী।
সিসিইউ’র কমিটি গঠন ও দায়িত্ব বন্টন বিষয় বক্তব্য দেন, কারিতাস বরিশাল অঞ্চল, (কলাপাড়া ও তালতলী) ল্যান্ড এন্ড কেইস মনিটরিং অফিসার মি. মংম্যা।
এসময় কারিতাস প্রয়াস প্রকল্পের মাঠ সহায়ক, মোঃ হাসান মাহমুদ, মি. বেঞ্জামিন স্বপন গোমেজ ও মার্কেটিং অফিসার অসীম বিশ্বাসসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সিসিইউ’র কমিটি গঠনের লক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদানসহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াস প্রকল্প, কলাপাড়া মাঠ কর্মকর্তা, মোঃ জামাল হোসেন।
সভাশেষে ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সিসিইউ’র তিনটি কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে ছয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ, তিন সদস্য বিশিষ্ট একটি ঋণদান কমিটি ও তিন সদস্য বিশিষ্ট একটি সুপারভাইজারী কমিটি গঠন করা হয়।