নির্ভুল বার্তা ডেস্ক:
পটুয়াখালীর মহিপুর বেসরকারি সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল, একর্যাব প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০ টার দিকে মহিপুর থানাধিন নিজ শিববাড়িয়া গ্রামে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর্যাব) প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্প কলাপাড়া মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী। বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, মহিপুর ইউ,পি সদস্য আঃ মালেক খলিফা প্রমুখ। এসময় কারিতাস মহিপুর অফিস ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামীসহ কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মহিপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে বিষয়ে অবহিতকরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জাকিয়া সুলতানা বৃস্টি।
এ উপলক্ষে একইদিন বিকেল ৩টায় লতাচাপলী ইউনিয়নের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সভা করা হয়েছে। মোঃ আবুল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউ,পি সদস্য মোঃ মিজানুর রহমান, কারিতাস প্রয়াস প্রকল্পের মাঠ সহায়ক মোঃ হাসান মাহমুদ ও মার্কেটিং অফিসার অসীম বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার উম্মে খাদিজা।