কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার খাজুরা ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪’ পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে ৭৮ নং (পাইলট) খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে সভা, গাছের চারা বিতরণ ও র্যালী করা হয়। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ শ্লোগানকে সামনে নিয়ে র্যালীটি স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিষয়ক জনসচেতনতামূলক এক সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) লতাচাপলী ইউনিয়ন টিম লিডার শফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিষয়ক করনীয় যেমন, বাড়িতে বেশী বেশী গাছ লাগান, বিনা প্রয়োজনে গাছ না কাটা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিশ্চিত করা, উচু স্থানে বাড়ি ঘর তৈরী করা, বেড়ীবাঁধের বাহিরে বাড়ি ঘর না করাসহ এ বিষয় ব্যাপক আলোকপাত করা হয়।
সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তথা স্বাস্থ্য সু-রক্ষার জন্য আশিজন শিক্ষার্থীর মধ্যে এক’টি করে ফলজ (জলপাই) গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ্বাস।