কুয়াকাটা (পটুয়াখালী প্রতিনিধি :
কুয়াকাটার বাহামকান্দা গ্রামে বেসরকারি সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল, একর্যাব প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি’ প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল একর্যাব প্রকল্প’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মি: জর্জ বৈরাগী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, কলাপাড়া বৈজ্ঞানিক সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবজাল হোসেন, লতাচাপলী ইউ,পি সদস্য মোঃ মিজানুর রহমানসহ কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক।
সভায় লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম পরিচালনা করা হবে সে বিষয়ে উপস্থিতিদেরকে অবহিতকরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস মহিপুর অফিস ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী।