মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধি:
মহিপুরে স্যানিটারী ন্যাপকিন বিতরন” উপলক্ষ্যে গুডনেইবারস বাংলাদেশ, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট সোমবার সকাল দশটায় মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে স্পন্সর নন-স্পন্সর কিশোরী শিক্ষার্থীদের মাঝে মাসিককালীন সাস্থ্যবিধি নিয়ে একটি সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেন।
সভায় স্পন্সর, নন-স্পন্সর কিশোরী শিক্ষার্থী ২৫০ জন অংশগ্রহন করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসা এর প্রিন্সিপাল জনাব মো: এ.কে.এম. আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান . মোঃ জাহেদুল ইসলাম সেলিম, গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি এর ম্যানেজার কে.এম.আবুল ফাত্তাহ্ হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব. কে. এম. আবুল ফাত্তাহ্, (ম্যানেজার, কলাপাড়া সিডিপি) গুড নেইবারস্ বাংলাদেশ। সভায় সকল অংশগ্রহনকারীদের মাঝে সচেতনতার জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দ মাসিককালীন সাস্থ্যবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন দীপা রানী (কমিউনিটি ভলেন্টিয়ার, কলাপাড়া সিডিপি)।