ঢাকাMonday , 4 December 2023
  1. blog
  2. Catalog of articles
  3. dating
  4. dating-advice
  5. Discussione
  6. erotic lingerie
  7. Mail Order Brides
  8. Online dating
  9. washine machine
  10. অপরাধ
  11. আইন আদালত
  12. আন্তর্জাতিক খবর
  13. আবহাওয়া
  14. ইসলাম
  15. কুয়াকাটা এক্সক্লুসিভ
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে গুডনেইবারস বাংলাদেশের স্যানিটারী ন্যাপকিন বিতরন

rabbi
December 4, 2023 12:46 pm
Link Copied!

মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধি:
মহিপুরে স্যানিটারী ন্যাপকিন বিতরন” উপলক্ষ্যে গুডনেইবারস বাংলাদেশ, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট সোমবার সকাল দশটায় মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে স্পন্সর নন-স্পন্সর কিশোরী শিক্ষার্থীদের মাঝে মাসিককালীন সাস্থ্যবিধি নিয়ে একটি সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেন।

সভায় স্পন্সর, নন-স্পন্সর কিশোরী শিক্ষার্থী ২৫০ জন অংশগ্রহন করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসা এর প্রিন্সিপাল জনাব মো: এ.কে.এম. আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান . মোঃ জাহেদুল ইসলাম সেলিম, গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি এর ম্যানেজার কে.এম.আবুল ফাত্তাহ্ হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব. কে. এম. আবুল ফাত্তাহ্, (ম্যানেজার, কলাপাড়া সিডিপি) গুড নেইবারস্ বাংলাদেশ। সভায় সকল অংশগ্রহনকারীদের মাঝে সচেতনতার জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দ মাসিককালীন সাস্থ্যবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন দীপা রানী (কমিউনিটি ভলেন্টিয়ার, কলাপাড়া সিডিপি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।