মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা থেকেঃ
বৈরীআবহাওয়ায় উত্থাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, আশ্রয় স্থলে ফিরছে জেলেরা। গত ২০ সেপ্টেম্বর হঠাৎ আবহাওয়া খারাপ হলে মৎস্য বন্দর মহিপুর আলীপুর আশ্রয় নেয় জেলেরা। ২২ সেপ্টেম্বর আবহাওয়া ভালো দেখে মাছ শিকারে হু হু করে গভীর সমুদ্রে যায় জেলার।
কেউ কেউ সাগরে জাল ফেলেছে, আবার কেউ কেউ জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ২৪ সেপ্টেম্বর সকাল থেকেই বের আবহাওয়া শুরু হয়।
বিভিন্ন এলাকা থেকে আসা আশ্রয় নেয়া জেলেরা জানান, সমুদ্র এতোটাই উত্থাল হয়েছে সমুদ্রে টিকে থাকা দায়, এমতা বস্তায় প্রান বাচাতে পাড়ি জমায় কিনারায়, ফলে মাছ শিকার করতে পারেনি অনেক জেলেরাই।
কিছু কিছু জেলেরা সীমিত মাছ শিকার করতে পারলেও তৈল ও কাচা বাজারের খরচ ওঠেনি তাতে, লাভে নেই কেউ, লচের ভাগ ভেশী।
সমুদ্র থেকে শিকার করে জেলেরা বিভিন্ন প্রজাতির মাছ, রুপালী ইলিশ, রুপচাদা, চিংড়ি, শলা চিংড়ি, লইট্টা, ছুরি, বৈরাগী, চড় বাইলা, গোলপাতা সহ নানা প্রজাতির মাছ।
মাছের পরিমাণ কম থাকায় মৎস্য বন্দর আলিপুর বাজারে ৪০ হাজার টাকা মনে’র ইলিশ মাছ, বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৫৩ হাজার টাকা।