কুয়াকাটা (পটুয়াখালী সংবাদদাতা :
কুয়াকাটার আলীপুর ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণীঝড় রেমাল পরবর্তি বেসরকারি সংস্থা কারিতাস’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ ‘দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য মানবিক সহায়তা’ বিষয়ক প্রকল্পে’র উদ্যোগে লতাচাপলী ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, অন্যান্যদের মধ্যে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: সিদ্দিকুর রহমান বিশ^াস, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজামসহ পরিষদের সদস্য-সদস্যা ও কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক।
সভায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে সম্প্রতি ঘূর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্থ কতিপয় জনগোষ্ঠির মধ্যে যেসকল মানবিক সহায়তা প্রদান করা হবে সভার মাধ্যমে সে বিষয়ে উপস্থিতিদেরকে অবহিতকরণ করা হয়। সভা শেষে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস মহিপুর অফিস ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী।