মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কলাপাড়ায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সি আই পি) মিলনায়তন কলাপাড়া প্রেসক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মোঃ ছানাউল হক মন্ডল উপপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ বজলুর রশিদ আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আরে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, মোঃ হাচনাইন পারভেজ পুলিশ পরিদর্শক ইনচার্জ ট্যুরিষ্ট পুলিশ, মোঃ জসিম ভারপ্রাপ্ত কর্মকর্তা কলাপাড়া থানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সিমা প্রমুখ।
সেমিনারের উন্মুক্ত আলোচনায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সিপিপি সদস্য বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ নানান শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।