কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় ‘গুরুপূজা’ অনুষ্ঠিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ এ উপলক্ষে কুয়াকাটা সহ উপকূলের রাখাইন সম্প্রদায় পালন করেছেন ‘গুরুপূজা’। শুক্রবার (৫ মে) দিনব্যাপী কুয়াকাটার নয়াপাড়া মন্দির প্রাঙ্গণে পালিত হয় ‘গুরুপূজা’। এ পূজা অনুষ্ঠানে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক রাখাইন সম্প্রদায়ের লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, তাদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ এ উপলক্ষে ধর্মীয় নিয়ম-নীতি অনুযায়ী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া গুরুপূজা উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার ও বিভিন্ন প্রকারের পিঠা বিতরণ করা হয়েছে। নয়াপাড়াা মন্দিরের ভিক্ষু উপ্রগা চন্দ্র মথেরো হচ্ছেন বরগুনা ও পটুয়াখালী জেলার সবার থেকে প্রবীন। ধর্মীয় রীতি অনুযায়ী এ অঞ্চলের বয়োবৃদ্ধ পুরোহিতকে প্রতিবছর একবার সম্মান প্রদর্শন করার জন্য ‘গুরুপূজা’র আয়োজন করা হয়। দুপুরের দিকে মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরোকে উপস্থিত সকলে সম্মান প্রদর্শন করেছেন। সম্মান প্রদর্শন ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেছেন মিশ্রিপাড়া ‘সীমা বৌদ্ধ বিহার’ মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু।
উত্তম ভিক্ষু বলেন, নয়াপাড়া মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরো পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরোহিত। তার সম্মানার্থে প্রতিবছরে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়েছে।