কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার আলীপুর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে বাংলাদেশ ফেয়ার মাইন্ড সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও কেয়ার মডেল হাসপাতাল এর সৌজন্যে দিন ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, বাংলাদেশ ফেয়ার মাইন্ড সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: রাকিব মুসুল্লী, সংস্থার ঢাকা মহা নগর উত্তর শাখার সভাপতি মো: আবু ছালেহ অমি প্রমুখ। দিন ব্যাপী এ কার্যক্রমের আওতায় কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার দু‘শতাধীক লোকের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করন করে সনদ প্রদান করা হয়।