কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। পাঁচটি ইউনিয়নেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। পাঁচটি ইউনিয়নের কোথাও কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দু‘টিতে নৌকা, দু‘টিতে হাতপাখা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন, ৪নং মিঠাগঞ্জে ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেজবা উদ্দিন খান দুলাল, ৮নং ধানাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. শাহজাদা পারভেজ টিনু মৃধা, ১০ নং বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম হুমায়ূন কবির, ১২ নং চম্পাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মাহাবুব আলম বাবুল মাষ্টার, ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী।