ঢাকাFriday , 14 October 2022
  1. blog
  2. Catalog of articles
  3. dating
  4. dating-advice
  5. Discussione
  6. erotic lingerie
  7. Forum dei Sahaj Yogi dell'Ucraina
  8. Mail Order Brides
  9. Online dating
  10. Vari
  11. Varie
  12. washine machine
  13. Болталка
  14. ВордПресс
  15. Головна
আজকের সর্বশেষ সবখবর

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি দ্রুত চালু করা হোক মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র

rabbi
October 14, 2022 6:03 pm
Link Copied!

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর মহিপুরে গত বছর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি একসঙ্গে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই আলীপুর কেন্দ্রটি চালু হলেও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু হয়নি। ফলে বঞ্চিত হচ্ছেন এলাকার মৎস্য ব্যবসায়ী ও মৎস্য খাত-সংশ্লিষ্টরা।
তবে, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু না হওয়ার কারণ হিসাবে জেলে ও মৎস্য নেতাদের স্বদিচ্ছার অভাবকে দুষছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
জানা যায়, ২০১২ সালে মহিপুর ও আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বিএফডিসি। তবে জমি অধিগ্রহণ করতেই তাদের সময় লাগে চার বছর। ২০১৬ সালে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে সংস্থাটি। নির্মাণকাজ শেষে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পুরোদমে জেলে ও পাইকারদের হাঁক-ডাকে সরগরম থাকলেও নিরব, নিস্তব্ধ মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্রের ওয়ার্কশন সেটে কয়েকজন জেলেকে জাল মেরামত করতে দেখা যায়। এছাড়া মাছ ট্রলার থেকে নামানোর জন্য উন্নত মানের পন্টুন ও গ্যাংওয়ে, এক হাজার স্কয়ার ফুটের ওয়ার্কশন সেট, মাছ প্যাকেজিংয়ের স্থান, আড়তদারের অফিস রুম, স্যানিটেশন ও পয়োনিষ্কাশনের আধুনিক সুযোগ-সুবিধা, মাছ পরিবহনের জন্য তৈরি সাত হাজার বর্গফুটের ট্রাক স্ট্যান্ড সবকিছুই রয়েছে তালাবদ্ধ অবস্থায়।
মহিপুর মৎস্য বন্দরের একাধিক জেলেরা জানান, উদ্বোধনের পর থেকে এটা পড়ে রয়েছে। মাঝে মধ্যে জেলেরা জাল মেরামত করে আর বাকি সময় কুকুর, ছাগলের দখলে থাকে। সরকার আমাদের সুবিধার জন্য এটা তৈরি করেছে কিন্তু চালু না হলে সুবিধা পাবো ক্যামনে? এটা যাতে দ্রুত চালু হয় সেই দাবি জানাই।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি হাজী আঃ ছত্তার হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ২০০২-০৩ সালের একটি পরিসংখ্যানের ভিত্তিতে মার্কেটটি তৈরি করে বিএফডিসি। কিন্তু বর্তমানে জেলে ও আড়তদার বেড়েছে। বিএফডিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বৈঠক করে সমস্যা তুলে ধরেছি। আশা করছি সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করবে।
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাকিল আহমেদ জানান, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন হয়েছে কিন্তু অপারেশনে যেতে পারেনি। এজন্য বিএফডিসি কর্তৃপক্ষ মৎস্য বন্দর নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছে। তবে নেতাদের স্বদিচ্ছার অভাব রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই অপারেশনে যেতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।