মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। কারণ এটির গায়ের রং পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা এবং মুখে জাল পেঁচানো রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে মুখ জড়িয়ে যাওয়ার কারণেই ডলফিনটির মৃত্যু হয়েছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সৈকতে এ বছর মোট ১৮ টি মৃত ডলফিন ভেসে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।